আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, চীন সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের তাদের শিক্ষা সমাপ্তির উদ্দেশ্যে চায়নাতে ফিরে যাওয়ার আশু বাবস্থা গ্রহণ করেছেন। আশা করছি যে, আগামী এক মাসের মধ্যে “অ্যাবকা” থেকে সরবরাহকৃত তালিকা থেকে বাংলাদেশে আটকে থাকা শিক্ষার্থীদের প্রথম ব্যাচকে চীনের ভিসা প্রদান করা হবে, এবং পর্যায়ক্রমে সরবরাহকৃত তালিকা অনুযায়ী সকল বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফিরিয়ে নেয়া হবে। আমরা বাংলাদেশে আটকে থাকা সকল বাংলাদেশি শিক্ষার্থীদের ধৈর্যের সাথে অপেক্ষা করার অনুরোধ করছি। পরবর্তী নির্দেশনা “অ্যাবকা” ওয়েবসাইট ও ফেইসবুক পেইজের মাধ্যমে সকলকে অবহিত করা হবে। ধন্যবাদ।
Google translate:
We are pleased to announce that the Chinese Government has made immediate arrangements for Bangladeshi students to return to China to complete their education. It is hoped that within the next one month, Chinese visas will be issued to the first batch of students stuck in Bangladesh from the list provided by Abka, and all Bangladeshi students will be repatriated to China according to the list provided in phases. We urge all Bangladeshi students stranded in Bangladesh to wait patiently. The next instructions will be communicated to everyone through the “Abca” website and Facebook page. Thanks.
Source: China International Student Union & http://abc-alumni.org/